হরিমোহনের ২৭ টি ব্যাচের শিক্ষার্থীদের একসাথে ইফতার

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রথমবারের মত প্রাক্তন শিক্ষার্থীদের প্রায় ২৭ টি ব্যাচ একসাথে স্কুল মাঠে ইফতারে অংশ নেন। সবচেয়ে পুরনো ব্যাচ ছিলো ১৯৯২ আর সর্বশেষ ছিলো ২০২৪। হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির তত্বাবধানে এ আয়োজন করা হয়েছিলো।
বিকাল থেকেই হরিমোহন স্কুল মাঠে আসতে শুরু করেন প্রাক্তন শিক্ষার্থীরা। নিজ নিজ ব্যাচ ভিত্তিক বন্ধুদের বাইরেও এদিন বিদ্যালয়ের শিক্ষক ও সিনিয়র জুনিয়র সবার অংশগ্রহণে মিলনমেলায় পরিনত হয় পুরো আয়োজন।
আয়োজনে অংশ নেয়া ২০০৬ ব্যাচের শামিম রেজা জানান, প্রতি বছরই প্রতিটি ব্যাচ নিজ নিজ উদ্যোগে ভিন্ন ভিন্ন দিনে ইফতারের আয়োজন করে থাকে। এবার একই দিনে সবগুলো ব্যাচ একসাথে হওয়ায় আয়োজনটা ভিন্ন মাত্রা পেয়েছে। নিজেদের ব্যাচের বাইরেও অনেকের সাথেই দেখা হয়েছে যা অন্যরকম এক অনুভূতি।
আয়োজনের অংশ নেওয়া ১৯৯২ ব্যাচের জুবায়ের হোসেন অংকুর জানান, অসাধারণ এক মিলন মেলার সাক্ষী হলাম, একসাথে প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহনের ২৭টি ব্যাচের ইফতার আয়োজনে আমরা ছিলাম সবথেকে সিনিয়র ব্যাচ ।
হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, সব মিলিয়ে ২৭ টি ব্যাচের শিক্ষার্থীরা একসাথে ইফতারের এ আয়োজনে অংশ নেয়।