চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয় ঘুরে গেলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ

বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক, অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্ব পালনকালে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনে তাঁর ছিলো অগ্রনী ভুমিকা।
চাঁপাইনবাবগঞ্জে দু-দিনের সরকারি সফরের শেষ দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস কার্যালয়ে আসেন। এসময় তাকে স্বাগত জানান, জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ। তার সাথে ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।