চাঁপাইনবাবগঞ্জ
অসচ্ছল পরিবারটির পাশে ডা. গোলাম রাব্বানী
অসচ্ছল পরিবারে জন্ম নেওয়া যমজ তিন বাচ্চার পাশে দাড়ালেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী।
রবিবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকর বাটি নামোপাড়ায় বাচ্চাগুলোর পরিবারের সাথে দেখা করে বাচ্চাদের জন্য দুধ, পোষাক কিনতে নগদ অর্থ সহায়তা এবং শিশুগুলোর চিকিৎসার দায়িত্ব নেন ডা. গোলাম রাব্বানী।

এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ও জেলা ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাস।
পরিবারটি সহয়তার হাত বাড়িয়ে দেওয়ায় ডাক্তার দম্পতির প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ প্রায় আট মাস আগে নামোশংকর বাটি নামোপাড়া এলাকার অটোরিকশা চালক বাবুল ইসলামের মেয়ে তাজরিন রাজশাহীর একটি হাসপাতালে তিন যমজ সন্তানের জন্ম দেন।
অভাব অনটনের সংসারে অর্থের অভাবে বাচ্চাগুলোর দুধ কিনতে ও ভরনপোষণ চালাতে হিমসিম খাচ্ছিলেন বাচ্চাগুলোর পরিবার।