সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে কাব-কার্নিভাল : শিশুদের আনন্দঘন দিন 





চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেল কাব-কার্নিভাল। শহরের আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রে এ আয়োজন করা হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাবদের জন্য ছিলো বর্ণিল নানা আয়োজন। সদর উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

শিশুদের এমন আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি আনওয়ার হোসেন,চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাকিব হাসান তরফদার,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ডিআরসি হেলাল উদ্দীন শেখ নাসিম।

বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ার পাশাপাশি দেশের আম নিয়ে গবেষনার ক্ষেত্রে প্রাচীন প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পায় ক্ষুদে শিক্ষার্থীরা। বিকালে কাব সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।

Related Articles

Back to top button