সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান কাজ ঘুরে দেখলেন জেলা প্রশাসক

গৃহহীনদের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চলমান প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মান কাজের মান দেখতে আশ্রায়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বাবু ডাইং এলাকায় নির্মান কাজ দেখতে গিয়ে জেলা প্রশাসক জানান, সর্বচ্চো মান নিশ্চিত করেই এসব ঘর নির্মান করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। এছাড়াও প্রকল্প এলাকায় রাস্তাসহ অন্য সুবিধাও নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ।

Related Articles

Back to top button