কৃষিসারা দেশ

ফসল উৎপাদনে বাংলাদেশের সহযোগিতা চায় দক্ষিন সুদান

ফসল উৎপাদনে বাংলাদেশের সহযোগিতা চায় দক্ষিন সুদান, তারা তাদের দেশের পতিত পড়ে থাকা জমি বাংলাদেশকে ফসল উৎপাদনের জন্য লিজ দিতে আগ্রহী। মঙ্গলবার বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সাথে বৈঠকে নিজেদের আগ্রহের কথা জানান দক্ষিন সুদানের পররাষ্ট ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক।

এ বিষয়ে সহযোগিতার সুনির্দিষ্ট খাত চিহ্নিত করতে বিশেষজ্ঞ একটি দল দ্রুতই সেদেশে পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ। ওই দলে কৃষি গবেষক, বিজ্ঞানী ও সম্প্রসারনকর্মী থাকবে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে কৃষি মন্ত্রনালয়ের সচিব সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, ইথিওপিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত নজরুল ইসলাম সহ অনান্য অংশ নেন।

Related Articles

Check Also
Close
  • page
Back to top button