গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি/বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রসাশক এ কে এম গালিভ খান। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও তাজুল ইসলাম সোনার্দি, অফিসার ইনচার্জ গোমস্তাপুর দিলীপ কুমার দাস, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর ষ্টেশন বাজার কল্যান বহুমূখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল প্রমুখ। বক্তারা প্রত্যেকে তাদের বক্তব্যে রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবী জানান।