বিদ্যাঙ্গনসংগঠন সংবাদসংবাদ

প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট সদস্যদের মধ্যে প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তদের সনদ ও মেডেল প্রদান করা হয়েছে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আব্দুস সামাদ। এ সময় তিনি বলেন, দেশের যে কোন দূর্যোগ মহুর্তে স্কাউট সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছে, দেশের প্রয়োজনে কাজ করেছে। কিছুদিন আগেও আমরা দেখলাম ট্রাফিক ব্যবস্থা যখন নাজুক ছিলো, তখন স্কাউট সদস্যরা দ্বায়িত্ব পালন করেছে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম বলেন, একজন মানুষকে পরিপূর্ন মানুষ হিসাবে গড়ে উঠার সবকিছুই স্কাউট আন্দোলনের মধ্যেই আছে। অনেকেই বলে নিজের খেয়ে বনের মোষ তাঁড়ানো,আমি মনে করি স্কাউটিং একটি কল্যানকর কাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ।
এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রেসিডেন্ট’স স্কাউট, শাপলা কাব অ্যাওয়ার্ড সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৪জনকে সনদ ও মেডেল প্রদান করা হয়।

Related Articles

Back to top button