বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন কে সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুর হাফেজিয়া মাদ্রাসা ও গোরস্থান কমিটি এই সংবর্ধনা সভার আয়োজন করেছে।
শনিবার সকাল ৮ টায় মাদরাসা চত্বরে এই সংবর্ধনা ও কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে কমিটির মেয়াদের শেষ সভায় মাদরাসা ও গোরস্থানের উন্নয়ন ও বিভিন্ন সাংগঠনিক আলোচনা করেন উপস্থিত সদস্যরা।
সভা শেষে প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন একক প্রার্থী হিসেবে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
সভা শেষে গোরস্থানে শায়িত ব্যক্তিদের রুহের মাগফেরাত ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম শামসুদ্দিন শরীফ মিয়া, সাধারণ সম্পাদক কৃষিবিদ আফতাব উদ্দিন, সহসভাপতিসহ আলহাজ্ব নওশাদ আলী, কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান, সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,মোয়াজ্জেম হোসেন, গোরস্থান কমিটির স্বরুপনগরের প্রতিনিধি সদস্য শেখ জাবেরসহ অন্যানরা।