চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মিছিল ও গণসমাবেশ

সংখ্যালঘু মন্ত্রণালয়, সুরক্ষা আইন প্রণয়ন, নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্বাবধানে সাম্প্রদায়িক সহিসংতা তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সংখ্যালঘু সংগঠন সমূহের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
হুজরাপুরের শিবকালি মন্দিরের সামনে থেকে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহনে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে সমাবেশ করে। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক দিলিপ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক পলাশ দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি অর্জুন চৌধুরী, সম্পাদক সঞ্জিব সাহা, সদস্য কৌশিক দাস।
বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হামলার শিকার হতে হয়েছে। এই দেশেই আমাদের জন্ম। তাহলে আমাদের ওপর এত অন্যায় হবে। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।
এ ছাড়া সংগঠনের সভাপতি রানা দাসগুপ্তসহ বিভিন্ন জেলার অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ। আর দাবি-দাওয়া না মানা হলে আরও কঠোর আন্দোলনে নামার হুসিয়ারী দেন নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button