চাঁপাইনবাবগঞ্জে ভোটের মাঠে ১২ প্রার্থী
চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচনে শেষ পযন্ত ভোটের মাঠে থাকছে ১২ প্রার্থী। আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনএফ ও জাকের পার্টি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন। চাঁপাইনবাবঞ্জ ২ আসনে প্রার্থী হয়েছেন ৬ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী হয়েছেন ৬ জন।
মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে মনোনয়ন জমা দেন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী সরকার, খুরশিদ আলম বাচ্চু, বিএনএফের প্রার্থী নবীউল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও জাকের পার্টির গোলাম মোস্তফা। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া জিয়াউর রহমান বুধবার দুপুরে মনোনয়ন জমা দিয়েছিলেন।
এ আসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন এরমধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের পদ হারানো শামিউল হক লিটন, স্বতন্ত্র প্রার্থী তাহরিমা, জাতীয় পার্টিতে সদ্য যোগ দেয়া ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএফের কামরুজ্জামান খান ও জাসদের মনিরুজ্জামান মনির।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন, এরমধ্যে দুজন আছেন স্বতন্ত্র প্রার্থী।