সারা দেশ
জাতীয় শোক দিবসে শিবগঞ্জ উপজেলা ও পৌরসভা তাঁতীলীগের শ্রদ্ধা
যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচীর মাধ্য দিয়ে দিবসটি পালন করে শিবগঞ্জ উপজেলা ও পৌরসভা তাঁতীলীগ।
সকালে শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা অর্ধনমিত করণ ও বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় । এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের সন্মানিত সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌরসভা তাঁতীলীগের সভাপতি মোঃ আপেল আলী ও সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী।
আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ আর এম আজরী মোহাঃ কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সন্মানিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন ইউনিয়নের তাঁতীলীগের নেতৃবৃন্দ, শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত করা হয়।