নাচোলে স্মার্ট কার্ড বিতরণ
মনিরুল ইসলাম,নাচোল, প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে স্মার্ট কার্ডের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে কার্ড বিতরণ উদ্বোধনী সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, জেলা নির্বাহী অফিসার মোতাওয়াক্কিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ৪ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য, গণমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।নির্বাচন অফিসার জানান আজ উপজেলা পরিষদের, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ১০০জন গণ্যমান্য ব্যক্তির মাঝে কার্ড বিতরণ করলাম। ১২ই ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে পৌর সভার ও প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় কার্ড বিতরণ করা হবে।