বাংলাদেশে সবজির উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কৃষি সচিব সায়েদুল ইসলাম। সোমবার থেকে শুরু হতে যাওয়া সবজির মেলার বিষয়ে সংবাদ সম্মেলনে কৃষি সচিব বলেন, গত ১২ বছরের দেশে সবজির উৎপাদন বেড়েছে প্রায় সাত গুলো। জাতিসংষের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য উল্লেখ করে বলেন, সজবি উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে, প্রথম চীন ও ভারত দ্বিতীয় বিশে^র মধ্যে সবজি উৎপাদনের জন্য।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে সোমবার থেকে শুরু হচ্ছে দিনদিনের সবজী মেলা। কৃষি মন্ত্রনালয়ের আয়োজনে এ মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৫২টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পযন্ত চলবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।