রাজনীতির মাঠেসংগঠন সংবাদ

সংগঠনকে গতিশীল করতে পৌর আওয়ামী লীগের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ এই মতবিনিময় সভার আয়োজন করেছে। রবিবার বিকাল সাড়ে ৪ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন । পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামানের সঞ্চালনায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দল ও স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টির পায়তারা ও ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের রুখে দাড়াতে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওর্য়াড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়াও মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুল জলিল মাসুদ।

Related Articles

Back to top button