চাঁপাইনবাবগঞ্জরাজনীতির মাঠেসংবাদ

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে উপনির্বাচন: দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন নেতারা

চাঁপাইনবাবগঞ্জে দুটি সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে উপনির্বাচন। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ শুরু করেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা।
প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। তিনি আজ ঢাকায় গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বেশ করেকজন নেতা। এরমধ্যে রয়েছেন ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. আব্দুস সামাদ, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক কামরুল হাসান লিংকন, সাবেক যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম আনোয়ারসহ বেশ কয়েকজন। এদিকে এ আসনে আগামীকাল বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করবেন চলচিত্র নায়িকা মাহিয়া মাহি।

আগামী ৩১ ডিসেম্বর পযন্ত সংগ্রহ করা যাবে মনোনয়ন ফরম, দলীয় সূত্রগুলো বলছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ২ সাবেক সংসদ সদস্য ছাড়াও প্রায় ডজন খানেক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করতে ঢাকায় অবস্থান করছেন। আর চাঁপাইনবাবগঞ্জ সদরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের বাইরে শোনা যাচ্ছে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির ড. গোলাম রাব্বানীর নাম। তিনি আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন।

Related Articles

Back to top button