সাহস দিয়ে পাশে থাকলে শামীমরাও দাঁড়াবে নিজের পায়ে
শামীমকে নিজের চেয়ারে বসিয়ে উৎসাহ দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে লিখেন শামীম আজ থেকে বেকার নয়।
শারিরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এইচ এসসি পাস করেছেন শামীম। শিবগঞ্জ পৌরসভার বাসিন্দা শামীম কখনো থাকতে চাননি অন্যের বোঝা হয়ে সবসময়ই তার চেষ্টা ছিলো যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন। তাই পড়ালেখা কষ্ট হলেও চালিয়ে গেছেন। তবে এইচএসসি পাশের পর অনেকটা বাড়িতে বসেই কাটছিলো সময়। কর্মহীন শামীম বৃহস্পতিবার যান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের কাছে। কথা বলেন তার বর্তমান অবস্থা নিয়ে।
শামীমকে এ এসময় ক্ষুদ্র ব্যবসা শুরু করার পরামর্শ দেন ইউএনও আবুল হায়াত। তাতে সায়ও দেন শামীম। তাৎক্ষনিক শামীমের ব্যবসা শুরু করার প্রয়োজনীয় সব বন্দোবস্তও করে দেন ইউএনও নিজে।
শামীমকে নিজের চেয়ারে বসিয়ে উৎসাহ দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে লিখেন শামীম আজ থেকে বেকার নয়। ইএনওর এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে একটু এগিয়ে আসে, তাহলে সমাজের পিছিয়ে পড়া শামীমরা অন্যের বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সাহস পাবে।