কৃষিচাঁপাইনবাবগঞ্জসংবাদ

বারঘরিয়ায় নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় নিরাপদ আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সুযোগ বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন মঙ্গলবার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করে।
আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেনÑ বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিমসহ অনান্যরা। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক ছিলেনÑ হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। এতে ৭০ জন আমচাষী অংশ নেন।

Related Articles

Back to top button