চাঁপাইনবাবগঞ্জনাচোলসংগঠন সংবাদসংবাদ

নাচোলে যুবদল ও বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী দুঃশাসন ও পতিত আওয়ামী দোষোরদের পূণর্বাসনের বিরুদ্ধে এবং জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী দল(বিএনপি)’র পৃথক পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলাপরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশ আরম্ভ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি ও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম। এসময় উপস্থিতি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক তন্ময় আহম্মেদ। সমাবেশে বিএনপির নেতা-কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে এদিন উপজেলার ইসলামপুর মোড়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ফিলিস্তিনের গাজায় ইজরাইলী কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে, ইসলামপুর মোড় থেকে এক বর্ণাঢ্য র্র্যলী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে, এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পৌর যুবদলের নেতাকর্মী সহ দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button