ক্রীড়াঙ্গণচাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে কাবাডি প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে শনিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম।
এ সময় তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংগঠক এম কোরাইশি মিলু, নির্বাহী সদস্য আজিজুল হক সহ অনান্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতায় অংশ নেন সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুর্দ্ধ ১৫ বালকরা।