শিবগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শিবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুধু মনাকষা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত তারাপুর গ্রামের প্রায় ১শ জন সহ মোট ১৭৫জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিকেট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক জুনিয়ার সহকারী পরিচালক মাহবুবুল হক, যুব প্রধান সুমাইয়া ইসলাম,অফিস সহারকারী মাইনুল ইসলা, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি সফিকুল ইসলাম,অত্র বিদ্যালয়ের প ্রধান শিক্ষক এফাজ উদ্দিন সহ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের আজীবন সদস্যবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানে সোসাইটির সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক বলেন রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবামূলক কাজ করে যাচ্ছে দেশের প ্রত্যান্ত অঞ্চলে।তারই ধারাবাহিকায় আজ কম্বল বিতরণ করা হচ্ছে। আমাদের এ সেবামূলক কাজ অব্যহত থাকবে।