চাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গন
জাতীয় শোক দিবস উপলক্ষে আবৃত্তি, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে আবৃত্তি, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। জেলা প্রশাসন ও শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করেছিলো।
শনিবার সকালে প্রতিযোগিতার ভেনু গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, এনডিসি তৌফিক আজিজ, সহকারী কমিশনার জুবায়ের আহমেদ, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা আহমেদ।