ভোটের মাঠে মাহি, কাল উঠাবেন নৌকার মনোনয়ন
নিরুত্তাপ উপনির্বাচনে হঠাৎ উত্তাপ
চিত্র নায়িকা থেকে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানোর ঘটনা নতুন নয়, প্রয়াত কবরীই এর সাম্প্রতিক উদাহরণ। যিনি নিজের তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার সেই পথে হাঁটতে চান ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী মাহি। গত সোমবার থেকে এলাকায় নৌকার পক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগও শুরু করেছেন।
মাহির পৈত্রিক নিবাস, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইসলামপুর জামতলা এলাকায়। সোমবার বিকালে মাহি নিজ গ্রাম থেকে জনসংযোগ শুরু করেন। বাবা আবু বাক্কার সিদ্দিক ও স্বামী রাকিব সরকারসহ তার স্বজন ও শুভাকাঙ্খিদের সাথে নিয়ে নাচোল উপজেলার, নেজামপুর ইউনিয়ন ও নাচোল পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
পরের দিন মঙ্গলবার পাশের উপজেলা গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ও উপজেলার বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন মাহি। এসময় তিনি বলেন এ উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে বহস্পতিবার(আজ) তিনি ফরম সংগ্রহ করবেন। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আতœবিশ^াসী মাহি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান।
নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপির আমিনুল ইসলাম। দলীয় সিদ্ধান্ত মেনে তিনি পদত্যাগ করায় তার আসনটি শূন্য ঘোষনা হয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারী তারিখ নির্ধারণ করে এ আসনে উপ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। সেই উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী হতে চান মাহি।
অনেকটায় নিরুত্তাপ থাকা উপনির্বাচনে হঠাৎ মাহির আগমনে যেন কিছুটা উত্তাপ ছড়িয়েছে। ভোটারদের মধ্যে খুববেশি উৎসাহ না থাকলেও মাহিকে ঘিরে, বেশ জনসমাগমও ঘটছে। তবে মাহির আগমনকে নিয়ে অন্য মনোনয়ন প্রত্যাশীরা কথা বলতে রাজি নয়। যোগাযোগ করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
মেয়ে রাজনীতি সক্রিয় হওয়া ও সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন চাওয়া প্রসঙ্গে মাহির বাবা আবু বাক্কার সিদ্দিক বলেন, সব বাবা-মারই চাওয়া থাকে সন্তান ভালো কিছু করুক, এলাকায় এসে নির্বাচনে অংশ নিতে চাচ্ছে এটা আমাকে বাবা হিসাবে ভালো লেগেছে। এলাকার মানুষও চাই নতুন কিছু হোক, নতুন কিছুর প্রত্যাশায় এলাকার মানুষও মাহিকে আপন করে নিয়েছে। ওর সাথে গণ সংযোগে থেকে আমার এমনই ধারনা হয়েছে।
এদিকে দলীয় মনোনয়ন পেতে বুধবার থেকে ফরম সংগ্রহ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের নেতারা। এরই মধ্যে অধিকাংশই নেতায় ঢাকায় চলে গেছেন। মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে করছেন দেনদরবার।